দৌলতপুরে গলাকাটা লাশ উদ্ধার
দৌলতপুর, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা হাফেজের ঘোনা নামক এলাকায় একটি ডোবার পাশে থেকে ডাকাত সর্দার শহিদুল ইসলাম ওরফে খইদা (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শেহালা স্কুল পাড়া গ্রামের মৃত পচা খন্দকারের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে স্থানীয় পাট ছড়ানো শ্রমিকরা কাজ করতে যাবার সময় শেহালা মাঠের হাফেজের ঘোনা নামক এলাকায় ডোবার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, নিহতের মাথা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কি কারণে তাকে খুন করেছে তা জানাতে পারেনি পুলিশ।