দেশজুড়ে

দৌলতপুর উপজেলা সংযোগ সড়কটি সংস্কার হয়নি দীর্ঘ ১০ বছরেও

Published

on

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাথে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের সংযোগ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত এক দশকেও সড়কটি মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দুর্ভোগ আর ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার মানুষ।

জানা যায়, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া থানা  মোড় থেকে দৌলতপুর উপজেলা সদর সংযোগ সড়কটির দৈর্ঘ্য মাত্র ৩ কিলোমিটার। ২০০৩ সালে এই সড়কটি পুন:নির্মাণ করা হলেও নির্মাণ ত্র“টির কারণে তা পরের বছর চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অদ্যাবধি সংস্কারের অভাবে সড়কটি জরাজীর্ণ দশায় পতিত হয়েছে। এটি উপজেলা সদর, দৌলতপুর থানা, দৌলতপুর সহকারী জজ আদালত, দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অফিস আদালতে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় এখানকার জনগোষ্ঠীর ভোগান্তি চরমে পৌঁছেছে। গত এপ্রিলে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বারমাইল থেকে সাতবাড়িয়া পর্যন্ত অংশে ৫ কি.মি. সংস্কার করা হলেও সড়কের বাকি অংশ আগের মতই পড়ে আছে। ঐ এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এই সড়কের বাবা- মা কেউ নাই। যদি থাকত তাহলে আমাদের দীর্ঘ ১০ বছর কষ্ট করতে হতো না। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল জানান, ২০ কি.মি. দৈর্ঘ্যের সড়কটির ৫ কিলোমিটার গত অর্থ বছরে করা হয়েছে। অবশিষ্ট ১৫ কিলোমিটারের জন্য প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ঐ সড়কের কাজ শুরু করা যাবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version