Connecting You with the Truth

দ্বন্দ্ব-সংঘাতের রাজনীতি বাংলাদেশের উন্নয়নে বাধা -জোহানেস জাট

johannes zuttস্টাফ রিপোর্টার:
বাংলাদেশে দ্বন্দ্ব-সংঘাতের রাজনীতি এ দেশের নানামাত্রিক সমস্যা দূরীকরণে বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। তিনি বলেন, দ্বন্দ্ব ও সংঘাত এ দেশের রাজনীতিতে শুধু অনিশ্চয়তাই তৈরি করতে পারে। কোনো সমস্যার সমাধান নয়। গতকাল বেলা সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
সাংবাদিকদের নিয়ে ‘দারিদ্র্য দূরীকরণ ও প্রবৃদ্ধি বৃদ্ধি, অগ্রাধিকার’ শীর্ষক এক মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন। জোহানেস জাট বলেন, আমলাতান্ত্রিক জটিলতা প্রবৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা। এ জটিলতা দূর করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সমস্যা হচ্ছে যখন এ দেশের অর্থনীতি ততটা সচল ছিল না তখন দেশে অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু সে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সহায়ক ছিল না। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বর্তমানে বাংলাদেশের ডিজিপি বেশ উন্নত। দিন দিন তা বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আরো বেশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তিনি বলেন, বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এ দেশের বিদ্যুৎ খাত। কেননা শিল্প সেক্টরে শতভাগ বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা না গেলে সব উন্নয়নই ভেস্তে যাবে। এছাড়া দেশে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটাতে হবে। এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক আবার আসবে কি-না। এর উত্তরে তিনি বলেন, এ নিয়ে আর কোনো পরিকল্পনা বিশ্বব্যাংকের নেই। দুদক পদ্মা সেতুর ব্যাপারে অভিযুক্তদের কোনো দোষ খুঁজে পায়নি, এ বিষয়ে জানতে চাইলে জোহানেস জাট সাংবাদিকদের বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এ দেশের বিচার বিভাগও স্বাধীন। সুতরাং তারা তদন্ত করে যা পেয়েছেন তাই উঠে এসেছে। এ নিয়ে বিশ্বব্যাংকের কোনো মন্তব্য নেই।

 

Comments
Loading...