Connecting You with the Truth

দ্বিতীয়বারের মতো আমার মুক্তি-আমার যুদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

b-3
বিনোদন ডেস্ক:
অকাল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মবার্ষিকী উপলক্ষে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। এর আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। প্রতিযোগিতার এবারের বিষয় ‘আমার মুক্তি-আমার যুদ্ধ’। ১৬ থেকে ২৫ বছর বয়সীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে চলচ্চিত্র জমা দিতে হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম, খুশী কবির ও প্রসূন রহমান। তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ জানান, নির্বাচিত সেরা ১০টি চলচ্চিত্র আগামী ৫ থেকে ৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য তারেক মাসুদ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এ ছাড়া ১ জন সেরা চলচ্চিত্র নির্মাতাকে দেওয়া হবে ‘তারেক মাসুদ তরুণ চলচ্চিত্র নির্মাতা অ্যাওয়ার্ড-২০১৪’। 

Comments
Loading...