দ্বিতীয় ওয়ানডেতে সমতায় ফিরলো শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক:
হাম্বানটোটায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৭৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে সিরিজে ১-১ এ সমতায় ফিরল স্বাগতিকরা। শনিবার ডাম্বুলায় তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণ হবে। মঙ্গলবার মাহিন্দ্রা রাজাপাকসে স্টেডিয়ামে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৯ উইকেটে ৩১০ রান করে। জবাবে ২৩৩ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। শ্রীলঙ্কার জয়ের নায়ক থিসারা পারেরা। ব্যাট হাতে ঝড়ো ৬৫ রানের ইনিংসের পর বল হাতে ৩ উইকেট নিয়ে একাই পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। ৬৫ রানের ইনিংস খেলতে মাত্র ৩৬ বল খরচ করেন পারেরা। ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। আর বল হাতে মিতব্যয়ী থিসারা মাত্র ১৯ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। পারেরা ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুস ১১৫ বলে ৯৩ ও জয়াবর্ধনে ৭৪ বলে ৬৭ রান করেন। পাকিস্তানের সেরা বোলার ওয়াহাব রিয়াজ। ৬৫ রানে ৪ উইকেট নেন বাঁহাতি এই পেসার। ৩১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। দলীয় ১৮ রানে শারজিল খান বিদায় নিলেও পাকিস্তানকে ১ উইকেটে ১১৪ রানের ভালো অবস্থানে পৌঁছে দেন আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি সফরকারীরা। শেষ ছয় ব্যাটসম্যানের মধ্যে শহীদ আফ্রিদি (১৭) ছাড়া আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি।