Connecting You with the Truth

দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ সুবিধাজনক

s-3
স্পোর্টস ডেস্ক:
কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রেথওয়েইটের অপরাজিত ২০৫ এবং চন্দরপলের হার না মানা ৫১ রানের সুবাদে ১৪৩ ওভার ব্যাট করে ক্যারিবীয়রা ৪০৭ রান। আগের দিনের ৩ উইকেট ২৬৪ রানের সঙ্গে দ্বিতীয় দিন শেষে যোগ হয়েছে আরও ১৪৩ রান। উইকেট সংখ্যা সেই ‘তিন’। বাংলাদেশের বোলারদের মধ্যে কেউ একটি উইকেটও তুলে নিতে পারেন নি। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে এখন মোটামুটি অযৌক্তিক বলেই প্রমান করে দিয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট। বাংলাদেশী বোলারদের নিয়ে ছেলে-খেলা করে নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নেন তিনি। দিন শেষে ২০৫ রানে অপরাজিত তিনি। দ্বিতীয় দিন বৃষ্টির বাধায় প্রথম সেশনের খেলা হয়নি। পুরো দিনে খেলা হয় ৫৬ ওভার। এর আগে ১২৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন ব্রেথওয়েট। আর ১ রান নিয়ে শুরু করেছিলেন চন্দরপল। আল আমিন হোসেন, রুবেল হোসেন, মাহামুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, তাইজুল ইসলাম, নাসির হোসেন ও মুমিনুল হকের কপালে কোনো উইকেট জুটেনি টেস্টের দ্বিতীয় দিনে।


Comments
Loading...