দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক:
লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বেশ বড় ধাক্কা খেল স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে কার্লোস আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের প্রথম থেকেই আক্রমণ শানাতে থাকে রিয়াল। সোসিয়াদাদের ঘরের মাঠে প্রথমেই গোল করে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের ৫ মিনিটেই গোল করেন সার্জিও রামোস। এর ঠিক ৬ মিনিট পর ম্যাচের ১১ মিনিটে গ্যারেথ বেল গোল করে ব্যবধান দ্বিগুন করেন। তবে, পিছিয়ে পড়েও দমে যায় নি স্বাগতিকরা। পাল্টা আক্রমণ করে ম্যাচের ৩৫ মিনিটে মার্তিনেজের গোলে ব্যবধান কমায় তারা। আর বিরতিতে যাবার আগে ম্যাচে সমতাসূচক গোলটি (৪১ মিনিটে) করেন জোড়া গোল করা জুরুতুজা। জুরুতুজা তার দ্বিতীয় গোলটি করেন দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে। ফলে এক গোলের লিড পায় সোসিয়েদাদ। আর চার নম্বর গোল করে রিয়াল মাদ্রিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেক্সিকোর স্ট্রাইকার কার্লোস ভেলা। ম্যাচের ৭৫ মিনিটে গোলটি করেন এ মেক্সিকান। এগিয়ে থেকেও ৪-২ গোলে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। দশবারের ইউরোপ সেরারা ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল গোল করার। সামি খেদিরা, জেমস রদ্রিগেজ আর কনিম বেনজেমা সেই সুযোগ গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন।