Connecting You with the Truth

দ্য ওয়াল্ড ফেস্টিভ্যাল’পুরস্কার হাতে কল্যাণ

b-5
বিনোদন ডেস্ক:
নিজের কাজের স্বীকারোক্তি পেলে কার না ভালো লাগে। আগামী দিনের নায়ক হিসেবে অনুপ্রেরণাদায়ক পুরস্কার দেওয়া হলো অভিনেতা কল্যাণকে। খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ ছবির জন্য আমেররিকার ‘দ্য ওয়াল্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ এবারের আসরে পুরস্কার জেতেন তিনি। ২২ সেপ্টেম্বর আমেরিকায় এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ১৬ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন এ অভিনেতা। এ প্রসঙ্গে কল্যাণ মোবাইল ফোনে বলেন, এখানে আমাকে যে সন্মান দেওয়া হয়েছে তা একজন অভিনেতা হিসেবে সত্যিই গর্বের বিষয়। লাল গালিচায় সংবধর্নার পাশাপাশি পুরস্কার হাতে তুলে দেওয়া হয় আমার। কল্যাণ আরো কিছুদিন আমেরিকায় অবস্থান করবেন। কারণ খালিদ মাহমুদ মিঠুর নতুন একটি ছবির কিছু দৃশ্যধারণের কাজ হবে সেখানে। আর ওই ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাকে। ‘জোনাকীর আলো’ ছবিটি এর আগে রোমানিয়ার বিখ্যাত ব্রাসর্ভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত এই ছবিটির পরিচালক খালিদ মাহমুদ মিঠু। এটি জোনাকীর আলো ছবির দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার লাভ। এর আগে ছবিটি মুম্বাই চলচ্চিত্র উৎসবে দর্শকদের ভোটে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। এ ছবিতে কল্যাণ ছাড়াও অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা মিম ও গাজী রাকায়েত। ছবিটিতে কল্যাণের পাশাপাশি আমেরিকার ‘দ্য ওয়াল্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা পরিচালকের পুরস্কার জিতেন ছবির পরিচালক মিঠু।

Comments
Loading...