ধামরাইতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ১
ধামরাই প্রতিনিধি, ঢাকা:
গতকাল ধামরাই উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উক্ত ঘটনাটি ঘটে কালামপুর হতে সাটুরিয়া-বালিয়া সড়কের কাঠালিয়া নামক স্থানে। মোটরসাইকেল আরোহী আহত শামীম জানান, বিকেল ৫টার দিকে সে বালিয়া হতে কাওয়ালীপাড়া যাচ্ছিল এমন সময় ঘটনাস্থলে একটি ট্রাক তার দিকে বেপরোয়াভাবে এসে তাকে সামনে থেকে আঘাত হানে এতে সে মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় শামীম বাম পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে। ঘটনার পর ট্রাক ডাইভার ট্রাকসহ পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মো. সুমন হোসেন (২০) জানান, সে মোটর সাইকেলসহ শামীমকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন এবং অন্যদের সহযোগিতায় শামীমকে সে কাওয়ালী পাড়া কিউর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, এরকম ঘটনা এই রাস্তায় প্রায়ই ঘটে কারণ ইটের ভাটায় যে ট্রাকগুলো ব্যবহার করা হয় তার ড্রাইভার দক্ষ নয়।