Connecting You with the Truth

ধারাবাহিকেই নিজেকে পারদর্শী মনে করেন নাদিয়া

Nadia
বিনোদন প্রতিবেদক:
বহুগুণের অধিকারিণী তিনি। মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হিসেবে কুড়িয়েছেন প্রশংসা। তবে বহুগুনে গুণান্বিত এই প্রিয়দর্শিনী অভিনেত্রী কীসে বেশী পারদর্শী? অনেকেই বলবেন অবশ্যই নাচে। কেননা তাকে দর্শক সবথেকে বেশী নৃত্য পরিবেশন করতেই দেখেছে। কিন্তু শুনুন এই অভিনেত্রীর মুখ থেকেই, নিজেকে কোন শাখায় সবথেকে বেশী পারদর্শী মনে করেন তিনি। ধারাবাহিক নাটকেই নিজেকে সবচেয়ে বেশি উপযুক্ত ও নিখুঁত বলে মনে করেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া। তিনি বলেন, ‘ধারাবাহিকের ক্ষেত্রে চরিত্রের গভীরে প্রবেশ করা যায়। এ ছাড়া খণ্ড নাটক কিংবা টেলিছবির চেয়ে ধারাবাহিকের চরিত্রগুলোকেই দর্শক দীর্ঘদিন স্মরণে রাখেন। তাই আমি মানসম্পন্ন ধারাবাহিক নাটকের জন্য সব সময় মুখিয়ে থাকি।’ বর্তমানে নাদিয়া প্রায় ডজনখানেক ধারাবাহিকে অভিনয় করছেন। এগুলোর মধ্যে রয়েছে- ‘চোরকাঁটা, ‘ক্ষণিকালয়’, ‘নিঃসঙ্গ পানকৌড়ি’, ‘মামলাবাজ’, ‘চেয়ারম্যান বাড়ি’ ইত্যাদি। এর প্রতিটি ধারাবাহিকই বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এ ছাড়া ‘প্রেমের ১৪৪ ধারা’ শিরোনামের ধারাবাহিকটি প্রচারের অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে আরো কিছু ধারাবাহিকে অভিনয়ের জন্য কথাবার্তা চলছে। এদিকে, বর্তমানে নাদিয়া রোকেয়া প্রাচীর নির্দেশনায় একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। জানা গেছে, কিছুদিন ধরে নাদিয়া খণ্ড নাটক, মডেলিং এবং নৃত্যের অনুষ্ঠান কমিয়ে দিয়ে ধারাবাহিক নাটকেই বেশি সময় দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখন বছরের সিংহভাগ সময়ই ধারাবাহিক নিয়ে ব্যস্ত থাকছি। তাই অন্য কোনো কাজের জন্য সিডিউল দেয়া সম্ভব হচ্ছে না।’

Comments
Loading...