Connecting You with the Truth

ধোনির নায় মরগানের ছক্কার রেকর্ড

s-4
স্পোর্টস ডেস্ক:
রোববার ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। ধোনি ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে না পারলেও মরগান পেরেছেন। দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এজবাস্টনে ঝড় তোলেন মরগান। ৩১ বলে ৭১ রান করেন তিনি। ঝোড়ো এই ইনিংসে তিনটি বাউন্ডারির সঙ্গে সাতটি ছক্কা হাঁকান। সাতটি ছক্কায় অধিনায়ক হিসেবে রেকর্ড গড়ে ক্রিস গেইলের পাশে নাম লেখালেন মরগান। এর আগে ভারতের বিপক্ষে ২০১০ সালে সাতটি ছক্কা হাঁকান গেইল। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন মারকুটে এই ওপেনার। এদিকে মরগানের ইনিংস দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কোনো অধিনায়ক অর্ধশতকের দেখা পেলেন। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পল কলিংউডের ৫৭ ছিল ইংল্যান্ডের অধিনায়কের শেষ অর্ধশতক।



Comments
Loading...