Connecting You with the Truth

ধোনির যতো টেস্ট রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নয়, তার টেস্ট অধিনায়কত্ব নিয়ে সমালোচনা উঠছিল। ভারতীয় সাবেকরা অবরেসবরে সমালোচনা করছিলেন এমএসডির রক্ষণাÍক মানসিকতার। কিন্তু কেউই ভাবেননি অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে আচমকাই সাদা পোশাকের ক্রিকেটকেই বিদায় বলবেন ‘ঝাড়খণ্ডের নবাব’। কিন্তু তাই করলেন ধোনি। অন্যদের সমীকরণের মেলানো কিংবা বিকল্প ভাবনার সুযোগ না দিয়েই মেলবোর্ন টেস্ট শেষে দীর্ঘ ফরম্যাটকে বাই বললেন মাহি। জানিয়ে দিলেন, ক্রিকেটের সব ধরনের ফরম্যাটে আর খেলতে চাই না আমি। আসলে আমার শরীর তা পারমিটও করে না। সুতরাং টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি আমি।’ অথচ আর মাত্র ১০টি টেস্ট খেললেই ১০০ টেস্ট খেলার অভিজাত ক্লাবে ঢুকে পড়তেন ধোনি। কিন্তু কঠিন সত্য হলো এই যে, রাঁচির ক্রিকেটার তো আসলে রেকর্ড কিংবা ব্যক্তিগত প্রাপ্তির কথা মনে করে ক্রিকেট খেলতেন না। তিনি পুরোই একজন টিমম্যান। আগে দলের কথা ভাবতেন।

টেস্টে ধোনির রেকর্ড:
ভারতের সবচেয়ে সফল অধিনায়ক: ৬০ ম্যাচ, ২৭ জয়, ১৮ হার, ১৫ ড্র। শতাংশের হিসেবে জয় ৪৫ পারসেন্ট।

ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান: ৩ ৪৪৫ রান, ৪০.৬৩ গড়ে পাঁচ সেঞ্চুরি।

ভারতের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস: ২০১৩ সালের অস্ট্রেলিয়া সফরে ভারতের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ২২৪ রানের ইনিংস খেলেছিলেন ধোনি।

ভারতের উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস: অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৪ রান।

ভারতের পক্ষে সর্বোচ্চ ডিসমিসাল ও স্টাম্পিং: ২৯৪ ডিসমিসাল ( এর মধ্যে ২৫৬ ক্যাচ, ৩৮ স্টাম্পিং)

ভারতের পক্ষে এক ম্যাচে সর্বোছচ ডিসিমিসাল: নয়টি (আটটি ক্যাচ, একটি স্টাম্পিং)। মেলবোর্ন টেস্টেই এই কীর্তি গড়েন ধোনি।

টেস্ট রেকর্ড: ৯০ ম্যাচ, ৪৮৭৬ রান, ছয় সেঞ্চুরি ও ৩৩ অর্ধশতক।

Comments
Loading...