নওগাঁয় আপেল জাতের বরই চাষে বাম্পার ফলন
আল ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁর বদলগাছীর উপজেলার মহদীপুর এলাকায় প্রচুর পরিমানে আপেল জাতের বরই চাষ করেছেন বরই চাষীরা। সুত্রে জানা যায়, বদলগাছী উপজেলার মির্জাপুর,চাংলা, ঢেকড়া ইত্যাদি এলাকায় আপেল বরই ছাড়াও বিভিন্ন প্রকারের বরই চাষ করছেন। আপেল জাতের বরই চাষী নীরেণ সরকার(৩২) জানান,তিনি প্রায় দেড় বিঘা জমিতে নার্সারির পাশাপাশি আপেল জাতের বরই চাষ করেছেন। নার্সারি জমির চারদিকে ১৯ টি আপেল জাতের বরই গাছ রয়েছে। এই ১৯ টি বরই গাছে প্রায় ১৮ থেকে ১৯ মণ আপেল জাতের বরই হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বাজারে চাহিদা থাকায় এই আপেল জাতের বরই ৮০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এই আপেল জাতের বরই বিক্রি করে নীরেণ সরকার আগের চেয়ে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছেন। তিনি বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে রক্ষা করে নিজের জমিতে আপেল জাতের বরই চাষ করেছেন। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় বদলগাছীর বিভিন্ন এলাকায় আপেল জাতের বরই চাষে আগ্রহ প্রকাশ করছেন কৃষকরা। এই আপেল জাতের বরই দেখতে অনেকটা আপেলের মতই। কিন্তু আপেলের মত এতোটা বড় নয়। এই আপেল জাতের বরই খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি।