নওগাঁ বদলগাছী উপজেলার দুই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

আল ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ইদ্রাকপুর ও রামশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। সুত্রে জানা যায়, ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়১৯৯৬ সালে এবং রামশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৫ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৩ জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৪ জন শিক্ষক, শিক্ষিকা। এই বিদ্যালয়ের শিক্ষিকা ০৩ জন এবং ০১ জন শিক্ষক রয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্ষের অভাবে বিদ্যালয়ের অফিস কক্ষকে ৫ম শ্রেণির পাঠদান কক্ষ হিসাবে বেছে নিয়েছেন শিক্ষকরা। আর কক্ষের স্বল্পতার কারনে এই সমস্যা হচ্ছে বলে জানা যায়। বিদ্যালয়ে, ল্যাক্টেন, ভবন ও বিদ্যুৎ সংযোগ নেই। ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন, অতীব জরুরী ভাবে এই বিদ্যালয়ের দালানের ভিত্তি প্রস্তর যেন স্থাপন করা হয়। অন্যদিকে রামশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ০৩ জন শিক্ষক,শিক্ষিকা।এই বিদ্যালয়ে ০২ জন শিক্ষক ও০১ জন শিক্ষিকা রয়েছে। রামশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বলেন,প্রাক- প্রাথমিক কক্ষ নির্মাণ, শিক্ষক স্বল্পতা, ল্যাক্টেন সমস্যা,বিদ্যুৎ সংযোগ সমস্যা ইত্যাদি সমস্যার সমাধান যেন অতীব জরুরী ভাবে ব্যবস্থা গ্রহন করা হয়।

Comments (0)
Add Comment