Connecting You with the Truth

নওগাঁয় বন্যা পরিস্থিতির অবনতি

এসএম রাসেল, নওগাঁঃ উজান থেকে নেমে আসা পানিতে নওগাঁ সদর উপজেলার মধ্যে অবস্থিত ছোট যমুনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রবিবার থেকে শহরের বিভিন্ন স্থানে নদী থেকে হালকা ভাবে পানি প্রবেশ করতে থাকে। সরেনজমিনে গিয়ে দেখা যায়, শহরের প্রধান সড়ক মুক্তির মোড়, সরিষা হাটির মোড়ে প্রায় এক হাটু পরিমাণ পানি। এছাড়াও পুরাতন হাসপাতাল রোড, কেডির মোড়, ডিগ্রি মোড় সহ শহরের ভিন্ন ভিন্ন স্থান পানির নিচে তলিয়ে গেছে। গত দুই দিনের তুলনায় শহরের এই স্থাানগুলোতে বন্যা পরিস্থিতির অনেক অবনতি ঘটেছে। ছোট যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে শহরের অন্যান্য স্থান পানিতে ডুবে যাচ্ছে। এছাড়াও নওগাঁ জেলার মান্দা ও আত্রাই উপজেলার আত্রাই নদীর ভিন্ন ভিন্ন স্থানে প্রায় ৮ জায়গাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বসত বাড়ী, আবাদী জমি, মৎস খামার পানিতে তলিয়ে গেছে। উল্লেখিত স্থানে মানুষ বসত বাড়ি হারা হয়ে জীবন-যুদ্ধে বসবাস করছে।

Comments
Loading...