Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বলের ৫২ বছরে পদার্পণ

IMG_20150530_121056-picsayআল ইমরান হোসেন, নওগাঁ প্রতিিনধি: শিখতে এসো, সেবার জন্য বেরিয়ে যাও এই প্রতিপাদ্যকে বাস্তবিত করে নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বলের ৫২ বছরে পদার্পণ করেছে। সুত্রে জানা যায়, ০১ জানুয়ারী ১৯৬৪ সালে এই ঐতিহ্যবাহী মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ হাঁটি হাঁটি পা পা করে (১৯৬৪- ২০১৬) ইং,যা সাফল্য ও গৌরবোজ্জ্বলের ৫২ বছর পেরিয়ে এসেছে। বিদ্যালয়ে যে কে.সি শব্দ সংযুক্ত রয়েছে সেটির পূর্ণ অর্থ কৈলাস চন্দ্র। বাবু কৈলাস চন্দ্র এই ঐতিহ্যবাহী মির্জাপুর কে. সি উচ্চ বিদ্যালয়ের জমিদাতা। বর্তমানে এই বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যানে বিভিন্ন কর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন। আরও এই ঐতিহ্যবাহী মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয় থেকে অনেক কলম যোদ্ধা তৈরী হয়েছে। যারা দেশ, জাতি ও অন্য রাষ্ট্রের কাছে এই বিদ্যালয়ের নানা ঐতিহ্য গাঁথা সাফল্য সু-নিপুণ ভাবে তুলে ধরেছেন। বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকামন্ডলীদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় উপজেলায় প্রসিদ্ধ বিদ্যালয়টি এক নামে সু-পরিচিত। প্রতি বছর বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সাফল্য ও কৃতিত্বে সাথে মানসম্পন্ন ও ঈর্ষানীয় ফলাফল অর্জন করে। শত বছরে পদার্পণ করুক এই ঐতিহ্যবাহী মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়টি শুভ কামনায়।

Leave A Reply

Your email address will not be published.