নতুন আইফোন প্রকাশের দিনই আইওয়াচের ঘোষণা
রকমারি ডেস্ক:
আইফোন ৬ প্রকাশকালেই পরিধেয় পণ্য আইওয়াচেরও ঘোষণা দিবে কোপার্টিনো-ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপল, বিষয়টি নিশ্চিত করেছে রি/কোড। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম রি/কোড জানিয়েছে, বহুল প্রত্যাশিত আইওয়াচের ঘোষণা আইফোন ৬ প্রকাশের দিনই করবে অ্যাপল। স্মার্টফোনটি এ বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী আইওয়াচ অ্যাপলের হেলথ ট্রেকিং অ্যাপসের সাথে সংযোগের মাধ্যমে কাজ করবে। কোপার্টিনো প্রতিষ্ঠানের আসন্ন দুটি পণ্যের মধ্যে প্রযুক্তিপ্রেমীদের বেশি নজর নতুন আইফোনে। যেজন্য একইদিন অত্যাধুনিক প্রযুক্তির আইওয়াচের বিস্তারিত উপস্থাপনে ভক্তদের তাগ লাগিয়ে দিতে চাইছে অ্যাপল এমনটা অভিমত প্রযুক্তি বিশেষজ্ঞদের। তাছাড়া দুটি পণ্য স¤পর্কে এ যাবত বিভিন্ন সুত্র থেকে ফাঁস হওয়া তথ্যের তুলনামূলক বিচারে আইওয়াচের তথ্য খুবই কম। তবে এটা বাস্তব যে পরিধেয় পণ্যের বাজারে আইওয়াচ আসছে আর যার উৎপাদন কার্যক্রম চলছে। এছাড়া অ্যাপলের হেলথ ট্রেকিং অ্যাপস’ও আইওয়াচের উপর নির্ভরশীল। শুরু থেকেই বিশেষ এ সুবিধাটি মূলত আইওয়াচেই প্রত্যাশা করা হচ্ছে। তাছাড়া কোপার্টিনো জায়ান্ট কেবল আইফোনের মাধ্যমে ট্রেকিং বিষয়ক কোনো কাজ করতে সক্ষম হবেনা বলেও ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, এতে কিছু হোম অটোমেশন ফিচার যথাযথভাবে যুক্ত থাকবে। গত বছরে অনুষ্ঠিত অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার কনাফারেন্সে ফিচারটি স¤পর্কে জানানো হয়। এদিকে কতিপয় সংবাদমাধ্যম বলছে অ্যাপল তাদের স্মার্টওয়াচের দাম নির্ধারণ করবে ৩০০ ডলার। আইফোন ৬ প্রকাশের সময় যেহেুত খুবই নিকটে তাই সঠিক খবরটি খুব শীঘ্রই সম্মুখে আসছে।