Connecting You with the Truth

নতুন ইইউ নিষেধাজ্ঞা রাশিয়ায়

ইউক্রেইন সঙ্কটে রাশিয়ার ভূমিকার কারণে দেশটির ওপর চাপ বজায় রাখাই এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য। তবে ইউক্রেইনে যুদ্ধবিরতি চলার কারণে এ পদক্ষেপ শিথিল করা কিংবা তুলেও নেয়া হতে পারে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ নিষেধাজ্ঞাকে শান্তি প্রক্রিয়াকে ক্ষুন্ন করার চেষ্টা বলে অভিযোগ করেছেন।

নেটো বলেছে, পূর্ব ইউক্রেইনে রাশিয়ার এখন পর্যন্ত প্রায় ১ হাজার সশস্ত্র সেনা আছে।

রাশিয়ায় ইইউ নিষেধাজ্ঞার কারণে সেবা রপ্তানি বন্ধ হয়ে যাওয়া ছাড়াও দেশটির তেলশিল্পের জন্য প্রযুক্তি রপ্তানি বন্ধ হয়ে যাবে।

নিষেধাজ্ঞার আওতায় আছে রাশিয়ার তিনটি প্রধান তেল কোম্পানি, রোসনেফত, ট্রানসেফট এবং গ্যাজপ্রোম নেফট। অর্থবাজারে এ কোম্পানিগুলোর প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। রোসনেফট এর জন্য এটি মারাত্মক ব্যাপার। কারণ, গত মাসে এ কোম্পানিটি রুশ সরকারের কাছ থেকে ৪ হাজার দুশো’ কোটি ডলার ঋণের আবেদন করেছিল।

নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো একমাসেরও বেশি সময়ের জন্য ঋণ পাবে না এবং ইইউ এ অন্যান্য অর্থনৈতিক সেবা পাবে না।

Comments
Loading...