নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে যুবলীগের মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা যুবলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহের দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে শহরের এইচএসএস সড়কে জেলা যুবলীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যাণ্ডে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য ‘প্রেরণা-৭১’ এ পুষ্পমাল্য অর্পণ করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, প্রচার জেলা যুবলীগের আহ্বায়ক কাজী আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহমেদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন ও সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসির চন্দন। উল্লেখ্য, গত বুধবার ঝিনাইদহ জেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় যুবলীগ।