নতুন কোচ কার্লোস দুঙ্গার দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের নতুন কোচ কার্লোস দুঙ্গা আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেবেন আগামী ১৭ সেপ্টেম্বর। অক্টোবরে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে লড়বে। এরপর জাপানের মুখোমুখিও হবে নেইমার বাহিনী। ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে জানানো হয়, অক্টোবরের ১১ তারিখে বেইজিংয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল। এর তিনদিন পর সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে খেলবে দুঙ্গার শিষ্যরা। বিশ্বকাপের বাজে ফলাফলের কারণে লুইস ফেলিপে স্কলারির উত্তরসূরি হিসেবে জাতীয় দলের দায়িত্ব পান দুঙ্গা। এর আগেও তিনি জাতীয় দলের দায়িত্বে পেয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় তার শিষ্যরা। পরের ম্যাচে নিউ জার্সিতে ইকুয়েডরকে একই ফলাফলে হারায় তারা। ১৯৯৪ সালে দুঙ্গা ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জেতা অধিনায়ক ছিলেন। ২০০৬-১০ সাল পর্যন্ত তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত ছিলেন।