Connecting You with the Truth

নতুন গানের সংযোজন ইমন-আঁচল ও আফ্রি

b-3
বিনোদন ডেস্ক:
‘স্বপ্ন যে তুই’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেধে অভিনয় করছেন ইমন ও আঁচল। সঙ্গে রয়েছেন আরেক অভিনেত্রী আফ্রি। ছবিটির কাজ শেষ হয়ে গেলেও সম্পাদনার পর আরো একটি গানের প্রয়োজন মনে হলে ছবির অভিনেতা ইমন ও অভিনেত্রী আফ্রিকে নিয়ে বেরিয়ে পড়েন এ ছবির পরিচালক মনিরুল ইসলাম সোহেল। এটা তার পরিচালিত প্রথম ছবি। তাই দর্শকদের জন্য কোনো রকম কমতি রাখতে চান না তিনি। মনিরুল ইসলাম সোহেল বলেন, ছবির গল্প অনুযায়ী আরো একটি গান যোগ করা প্রয়োজন মনে হলো। তাই জাফলংয়ের বিভিন্ন জায়গায় এর দৃশ্যায়নের কাজ করেছি। আমি দর্শকদের জন্য কোনো কমতি রাখতে চাই না। শিগগিরই এ গানের অডিও বাজারে আসবে বলে জানান তিনি। ছবির কাহিনী রচনা করেছেন পাভেল। গ্রামের সহজ-সরল একটি ছেলে শহরে এসে নতুন পরিবেশে নিজেকে ধীরে ধীরে খাপ খাইয়ে নিজেকে কীভাবে একেবারেই বদলে ফেলেন তা নিয়েই ছবির গল্প শুরু। তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারই এক বান্ধবী। নানা প্রতিবন্ধকতা আর ভালোবাসার দ্বন্দ্ব নিয়েই মূলত গড়ে উঠেছে ‘স্বপ্ন যে তুই’-ছবির কাহিনী। ছবি প্রসঙ্গে ইমন বলেন, আঁচলের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমার সহশিল্পী ও পরিচালকের সহযোগিতায় পুরো কাজটি শেষ হলো। ১ সেপ্টেম্বর জাফলং থেকে এ ছবির বাকী নতুন গানটির শ্যুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। ছবির প্রতি আমি যথেষ্ট আন্তরিকতা নিয়েই কাজটি করছি। আশা করছি, সবারই ভালো লাগবে ছবিটি। এ ছবিতে নতুন যোগ হওয়া গানটির শিরোনাম ‘প্রিয়তমা’। মনিরুল ইসলাম সোহেলের লেখা এ গানটিতে কন্ঠ দিয়েছেন আকাশ ও সাদিয়া। এ ছবিতে মোট গান থাকছে ৬টি। বাকী গানগুলোতে কন্ঠ দিয়েছেন ন্যান্সি, রাজীব, পারভেজ সাজ্জাদ, তনুশ্রী। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, শিহাব রিপন, আকাশ ও আবিদ রনি। ‘স্বপ্ন যে তুই’ ছবিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সাদেক বাচ্চু, কাজী হায়াত, প্রিয়া, মীরাক্কেল-৬ এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি, সজল ও জামিল।

Comments
Loading...