নতুন ধারাবাহিকে রাফাতের সংগীত
বিনোদন ডেস্ক:
গায়ে পাঞ্চাবী, মাথায় পাগড়ি জড়িয়ে রাফাত গলায় দরদ ঢেলে গান করেন। তার সুফি গান শ্রোতাদের মনে সৃষ্টি করে অন্য দ্যোতনা। নতুন একটি ধারাবাহিক নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন রাফাত। ৫ জানুয়ারি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। ‘আকাশ কুসুম স্বপ্ন সবার, স্বপ্নটা যে পাল্লা দেবার’ গানটির কথা এমনই। রাফাতের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন সুমি শবনম। লেখা জামাল মল্লিকের, সুর করেছেন তারিক তুহিন, সংগীতায়োজনে লেনিন। গানটি ব্যবহৃত হবে ‘স্বপ্ন’ ধারাবাহিকে। এটি পরিচালনা করছেন জামাল মল্লিক। চিত্রনাট্য লিখেছেন সাগর জাহান। এরই মধ্যে নাটকটির প্রথম ১৩ পর্বের দৃশ্যধারণ শেষ হয়েছে। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, শশী, নাদিয়া, শ্যামল মাওলা, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত প্রমুখ। এর আগেও তিনি বেশকিছু ধারাবাহিকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন বলে জানিয়েছেন রাফাত।