নতুন বউ অহনা
বিনোদন ডেস্ক:
চঞ্চল চৌধুরীর সঙ্গে অহনা এর আগে দুইটি নাটকে কাজ করেছেন। তবে এবার তার নতুন বউ অহনা। শুনে চমকে ওঠার কিছু নেই। এটা একটা নাটকের চরিত্র মাত্র। এবারের ঈদের জন্য তারা ছয় পর্বের একটি নাটকে কাজ করছেন। নাম ‘ইয়ার আলীর বউ’। যেখানে ইয়ার আলী চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও তার বউ এর চরিত্রে অভিনয় করছেন অহনা। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করছেন সালাউদ্দিন লাভলু। সম্প্রতি পুবাইলে এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, প্রাণ রায়, শাহানাজ খুশী, বৃন্দাবন প্রমুখ। নাটকটি নিয়ে অহনা বলেন, ‘লাভলু ভাইয়ের কাজ মানেই নতুন কিছু। আর চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ এর আগেও করা হয়েছে। তাই আমার কাজ করে বেশ ভালোই লাগছে। রম্যকাহিনী নিয়ে নির্মিত এ নাটকটি সবার পছন্দ হবে বলে আশা করছি।’ ‘ইয়ার আলীর বউ’ নামে ছয় পর্বের এই নাটকটি খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে।