খেলাধুলা
নতুন মৌসুমে ঘুরে দাঁড়াবে রুনির নতুন প্রত্যয়
স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক ওয়েইন রুনি মনে করেন, গত মৌসুমে ক্লাবের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও এ মৌসুমে তারা ঘুরে দাঁড়াবে। সমর্থকদের নিরাশ না হতেও পরামর্শ দেন ইংলিশ এ স্ট্রাইকার। গত মৌসুমে রেড ডেভিলসরা সপ্তম হয়ে মৌসুম শেষ করে। ফলে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয় তৎকালীন কোচ ডেভিড ময়েসকে। এবার নতুন মৌসুমে ময়েসের উত্তরসূরি হিসেবে ক্লাবে এসেছেন ডাচ কোচ লুইস ভ্যান গাল। ভ্যান গাল তার দল নিয়ে মৌসুমের প্রথমেই বেশ বড় একটা ধাক্কা খেয়েছেন। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল সোয়ানসি সিটির কাছে হেরে বসে তার শিষ্যরা। আর এজন্য সমালোচনাও কম শুনতে হচ্ছে না ম্যান ইউকে। তবে, নতুন অধিনায়ক রুনি এখনই হাল ছেড়ে দিতে মানা করেছেন ম্যান ইউয়ের ভক্তদের। এ ক্লাবের হয়ে ৩০৮ ম্যাচ খেলা রুনি বলেন, ‘আমরা মানুষকে ভুল প্রমান করতে চাই। জেতার পর্যায়ে এসে আমরা তা প্রমান করব।’ ২৮ বছর বয়সী এভারটনের সাবেক এ তারকা বলেন, ‘আমরা জানি গত মৌসুমে আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। এটা মোটেও ভাল কিছু নয়। ম্যান ইউ ভাল কিছু দেখাতে না পারলে, সে ঘটনা বড় হয়ে সামনে ধরা দেয়। এবার আমরা জয়ের ধারায় ফিরতে প্রস্তুত হয়ে আছি।’ ইংল্যান্ডের হয়ে ৯৫ ম্যাচ খেলা রুনি আরো বলেন, ‘আমরা জানি, যদি এবার ক্লাব ভাল কিছু করতে সফল হয়, লোকে আপনাকে বাহবা দিবে। কিন্তু যদি এর উল্টোটা ঘটে, তবে তারা আপনাকে নিচে ফেলে দেবার জন্য প্রস্তুত হয়ে আছে।’ ক্লাবের ভক্ত-সমর্থকদের ভয় না পেয়ে, বরং আশাবাদী হতে বললেন রুনি। তিনি ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জানান, ‘এবার আমরা আপনাদের নিশ্চিত করতে চাই যে, আমরা সফল হবই। গতবারের ফলাফল এবার হবে না।’ রুনি এ মৌসুমের প্রথম খেলাতেই গোল করেছেন। সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচের ৫৩ মিনিটে গোলটি করেন ম্যান ইউয়ের নতুন এ অধিনায়ক।
খেলাধুলা
অন্তিম নিদ্রায় শায়িত ফুটবল সম্রাট পেলে
Highlights
২০০ টাকায় দেখা যাবে বিপিএল, টিকিট পাওয়া যাবে বুধবার থেকে
Highlights
ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে আর নেই
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস