Connecting You with the Truth

নতুন মৌসুমে ঘুরে দাঁড়াবে রুনির নতুন প্রত্যয়

s-2
স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক ওয়েইন রুনি মনে করেন, গত মৌসুমে ক্লাবের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও এ মৌসুমে তারা ঘুরে দাঁড়াবে। সমর্থকদের নিরাশ না হতেও পরামর্শ দেন ইংলিশ এ স্ট্রাইকার। গত মৌসুমে রেড ডেভিলসরা সপ্তম হয়ে মৌসুম শেষ করে। ফলে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয় তৎকালীন কোচ ডেভিড ময়েসকে। এবার নতুন মৌসুমে ময়েসের উত্তরসূরি হিসেবে ক্লাবে এসেছেন ডাচ কোচ লুইস ভ্যান গাল। ভ্যান গাল তার দল নিয়ে মৌসুমের প্রথমেই বেশ বড় একটা ধাক্কা খেয়েছেন। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল সোয়ানসি সিটির কাছে হেরে বসে তার শিষ্যরা। আর এজন্য সমালোচনাও কম শুনতে হচ্ছে না ম্যান ইউকে। তবে, নতুন অধিনায়ক রুনি এখনই হাল ছেড়ে দিতে মানা করেছেন ম্যান ইউয়ের ভক্তদের। এ ক্লাবের হয়ে ৩০৮ ম্যাচ খেলা রুনি বলেন, ‘আমরা মানুষকে ভুল প্রমান করতে চাই। জেতার পর্যায়ে এসে আমরা তা প্রমান করব।’ ২৮ বছর বয়সী এভারটনের সাবেক এ তারকা বলেন, ‘আমরা জানি গত মৌসুমে আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। এটা মোটেও ভাল কিছু নয়। ম্যান ইউ ভাল কিছু দেখাতে না পারলে, সে ঘটনা বড় হয়ে সামনে ধরা দেয়। এবার আমরা জয়ের ধারায় ফিরতে প্রস্তুত হয়ে আছি।’ ইংল্যান্ডের হয়ে ৯৫ ম্যাচ খেলা রুনি আরো বলেন, ‘আমরা জানি, যদি এবার ক্লাব ভাল কিছু করতে সফল হয়, লোকে আপনাকে বাহবা দিবে। কিন্তু যদি এর উল্টোটা ঘটে, তবে তারা আপনাকে নিচে ফেলে দেবার জন্য প্রস্তুত হয়ে আছে।’ ক্লাবের ভক্ত-সমর্থকদের ভয় না পেয়ে, বরং আশাবাদী হতে বললেন রুনি। তিনি ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জানান, ‘এবার আমরা আপনাদের নিশ্চিত করতে চাই যে, আমরা সফল হবই। গতবারের ফলাফল এবার হবে না।’ রুনি এ মৌসুমের প্রথম খেলাতেই গোল করেছেন। সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচের ৫৩ মিনিটে গোলটি করেন ম্যান ইউয়ের নতুন এ অধিনায়ক।


Comments
Loading...