Connecting You with the Truth

নতুন মৌসুম জয় অধরাই রয়ে গেল !

s-6
স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে সান্দারল্যান্ডের বিপক্ষে ড্র করেছে লুইস ভ্যান গালের ম্যানচেস্টার ইউনাইটেড। হুয়ান মাতার গোলে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করে স্বাগতিকদের বিপক্ষে। নতুন মৌসুমে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারীরা এখনও কোনো ম্যাচে জয়ের স্বাদ পায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগ কতটা কঠিন আসর, তা হারে হারে টের পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গাল। নতুন মৌসুমে দায়িত্ব নিয়ে একটি জয় এখনও তার কাছে অধরাই রয়ে গেল। কিছুদিন আগে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘কয়েক সপ্তাহ আগে আমি ম্যান ইউয়ের রাজা ছিলাম, আর এখন হয়ে গেছি শয়তান।’ এ ‘রাজা-শয়তান’ এর শিষ্যরা ম্যাচের ১৭ মিনিটে গোল করে লিড নেয়। এন্তেনিও ভ্যালেন্সিয়ার ক্রস থেকে সান্ডারল্যান্ডের জালে বল জড়ান মাতা। মাতার গোলে এগিয়ে থেকেও জয় পেল না ওয়েইন রুনির দল। সান্দারল্যান্ডের হয়ে ৩০ মিনিটে সমতায় ফেরান ইংল্যান্ডের তরুন মিডফিল্ডার জ্যাক রডওয়েল। ম্যাচের বাকি সময়ে আর কোনো দলই গোলের দেখা পায় নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা। লুইস ভ্যান গালের কথামতো ম্যান ইউ কর্তৃপক্ষ এ মৌসুমে দলে ভিড়িয়েছে আর্জেন্টাইন তারকা মার্কোস রোজোকে। তবে, এ ম্যাচে তাকে মাঠে নামান নি ভ্যান গাল।

Comments
Loading...