দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু
রুহুল আমিন, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে আজ বুধবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বেলা ১২ টায় উপজেলার জগন্নাথপুর এলাকার মো. নিয়ামত আলীর পুত্র সাকিব হাসান (৯মাস) পার্শ্ববর্তী পানি সেচের ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু বরণ করে। এ ঘটনায় এলাকার শত শত নারী-পুরুষ শিশুটিকে দেখার জন্য নিয়ামতের বাসায় ভীড় জমায়। নিয়ামত আলী জানান- তার ছেলেটি কিছুটা অস্বাভাবিক ছিল। সকালে বাড়ী থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি।