Connecting You with the Truth

নবাবগঞ্জে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদ বিতরণ

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর আয়োজনে আজ দুপুরে উপজেলার বেকার নারী-পুরুষদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন ট্রেডে পুরুষদের ১ বছর ও নারীদের দর্জি বিষয়ে ৬ মাস প্রশিক্ষণের সমাপনী শেষে সনদ ও সেলাই মেশিন বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন ওই সংস্থার পরিচালক মি. ভিক্টর লাকড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার মোছা. রেবেকা সুলতানা, সাংবাদিক এম রুহুল আমিন প্রধান ও হাসিম উদ্দিন, ২নং বিনোদনগর ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন, টেকনিক্যাল ইনচার্জ মি. সুসেন রায়, মেজবাউল সরকার, ফেডারেশন পিও মি. ইউলসন সরেন প্রমুখ। ১২ জন নারীর মাঝে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন ট্রেডে ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স ১৪ জন ও অটো মোবাইল ১৪ জন প্রশিক্ষণ গ্রহণ করে।

Comments
Loading...