Connecting You with the Truth

নবাবগঞ্জে বিষ প্রয়োগে বিলের মাছ নিধন

News pic (Poision)এম. রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জ বড় মাগুরা হাড়লের বিলে শুক্রবার রাতের আঁধারে বিলে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। কলমদারপুর গ্রামের মৎস্যচাষী জাহিরুল ইসলাম জানান, ওই বিলের পার্শ্ববর্তী ভোটারপাড়া গ্রামের কিছু লোকের সাথে বিলের মালিকানার দন্ড নিয়ে মামলা চলে আসছিল। এরই এক পর্যায়ে ওই মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে রাতের আঁধারে বিলে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার দেশীয় প্রজাতির মাছ নিধন করেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে মাছগুলো মরে বিলের পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে উপ-পরিদর্শক মাহমুদুল হক জানান- অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৎস্যচাষী জাহিরুল জানান- মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে ভোটারপাড়া গ্রামের মোঃ খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- রাতের আঁধারে কে বা কারা বিবাদীয়মান বিলে বিষ প্রয়োগ করেছে তা জানি না। উল্লেখ্য, ইতিপূর্বে ওই বিলের মাছ মারা ও দখলকে কেন্দ্র করে দু’গ্রামের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে বিলের দখল আয়ত্বে রাখতে কলমদারপুর গ্রামের যুবকেরা রাত জেগে পাহারা দিচ্ছে।

Comments
Loading...