নবাবগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে মিডিয়াকর্মীদের নিয়ে মতবিনিময়

নবাবগঞ্জরুহুল আমিন, দিনাজপুর:  দিনাজপুরের নবাবগঞ্জে হেযবুত তওহীদের উদ্যেগে স্থানীয় প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া কর্মীদের নিয়ে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে জণসম্পৃক্ততার বিকল্প নেই শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় হেযবুত তওহীদের স্থানীয় আমির মো. হাসিম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।  এ সময় জঙ্গিবাদ দমনে বক্তব্য রাখেন, মিডিয়াকর্মী এম.রুহুল আমিন, আনিছুর রহমান, হাফিজুর রহমান (মিলন), আতিকুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী পারভেজ রানা, পত্নীচাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ। সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সচেতনতা সৃষ্টি ও জণসম্পৃক্ত করণে জনসচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিকদের ব্যাপক ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করা হয় । সভায় সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সাংবাদিকদের এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।

Comments (0)
Add Comment