Connecting You with the Truth

নবীনগরে সুমন হত্যার আসামী ৪ মাস পর গ্রেপ্তার

নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়া সুমন হত্যা মামলার অন্যতম আসামী পৌর এলাকার আলমনগর গ্রামের সায়েদুর মিয়ার ছেলে আলমগীর মিয়া (২০) কে শনিবার রাতে আলমনগর থেকে ৪ মাস পর গ্রেফতার করে পুলিশ। গতকাল রবিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করে। গত ১০ মে সুমনের পিতা বাদী হয়ে থানায় মামলা করে। উল্লেখ্য, চাঁদা না দেওয়ার কারণে পশ্চিমপাড়ার মোসলেম মিয়ার ছেলে সুমন (২৫) ও তাহের মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) গত ২ মে বাজার থেকে ব্যবসা শেষ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী ছোটন বাহিনীর নেতৃত্বে তাদের উপর হামলা করে। তাদের গুলিতে সুমন গুলিবিদ্ধ ও জাকিরকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আশংকাজনক আবস্থায় কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।গুলিবিদ্ধ সুমনের পিতা মোসলেম মিয়া বলেন, চাঁদা না দেওয়ার কারণে ছোটন বাহিনী আমার ছেলেকে গুলি করে। আমার মত আর কারো সন্তানকে যেন হারাতে না হয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, সুমন হত্যা মামলার অন্যতম আসামী আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

Comments
Loading...