Connecting You with the Truth

নবীনগর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
নবীনগর পৌরসভা ১৯৯৯ সালের ১২ই সেপ্টেম্বর প্রতিষ্ঠা হওয়ার ১৫ বছর পর এই প্রথমবারের মত গত রবিবার দুপুরে নির্বাচনের তফছিল ঘোষণা করা হয়। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন গত ৩১ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমীর দিন নির্বাচনের তারিখ ঘোষণা করায় এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছে। তারা নির্বাচন আগ-পিছ করার দাবি জানিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর, বাছাই ৭ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। প্রথম শ্রেণির নবীনগর পৌরসভার ২২ বর্গ-কিলোমিটার এলাকার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ১০৩টি বুথ কক্ষ মোট ৩০,২৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪,৫৭৮ জন ও মহিলা ভোটার ১৫৬৭৮ জন। এ প্রজ্ঞাপনের কপি নবীনগর এসে পৌঁছলে গতকাল থেকেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু হতে দেখা যায়।

Comments
Loading...