Connecting You with the Truth

নাজিম জয়ের নিজের পরিচালনায় ‘জুতা দ্য সু’

b-5
বিনোদন ডেস্ক:
ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি নাটক-টেলিছবি নির্মাণ করে হাত পাকিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। এরই মধ্যে তিনি পরিচালনা করেছেন ‘প্রার্থনা’ নামের একটি ছবি। এবার আরেকটি ছবি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জয় পরিচালিত দ্বিতীয় ছবির নাম রাখা হয়েছে ‘জুতা দ্য সু’। ‘প্রার্থনা’র মতো এটিও শিশুদের উপযোগী করে নির্মাণ করবেন তিনি। জয় বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, সবসময়ই চলচ্চিত্র নির্মাণ করবো শিশুদের কথা মাথায় রেখে। আমি মনে করি, প্রতিটি মানুষ শিশুদের আবেগ, অনুভূতি পর্দায় দেখতে অনেক পছন্দ করে।’ ‘জুতা দ্য সু’ ছবির চিত্রনাট্য জয় নিজেই লিখবেন বলে জানিয়েছেন। কবে নাগাদ ছবিটির কাজ শুরু করবেন? ‘প্রার্থনা’ নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন পাওয়া যায় তা দেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তার ভাষ্য, ‘চলচ্চিত্র নিয়ে আমার এগিয়ে যাওয়ার গল্পটা শুরু হবে ‘প্রার্থনা’র পরই। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ, ব্যবসায়িক সাফল্য সবকিছু ভালো হলে দ্বিতীয়টি নিয়ে এগোবো।’ দৃশ্যধারণ শেষে ‘প্রার্থনা’ এখন সম্পাদনার টেবিলে। আরও দু’দিনের কাজ বাকি আছে। সব কাজ সম্পন্ন করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মসের কাছে ছবিটি জমা দিতে পারবেন বলে জয়ের আশা।


Comments
Loading...