Connecting You with the Truth

নাটকের জন্য হাবিবের গান

রঙ্গমঞ্চ ডেস্ক:02-habib
প্রায় আট বছর পর নাটকের সূচনা সংগীত করলেন হাবিব ওয়াহিদ। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় ১০৪ পর্বের ধারাবাহিক নাটক মেঘে ঢাকা শহরের সূচনা সংগীত এটি। কেউ বোনে আড়ালে মুখোশের ঘর, জোছনা আঁধার মেঘে ঢাকা শহর এমন কথার গানটি লিখেছেন জাহিদ আকবর। সোমবার হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। হাবিবের সঙ্গে গানটিতে কণ্ঠ দেন নির্ঝর। হাবিব বলেন, সর্বশেষ শিহাব শাহীনের রমিজের আয়না ধারাবাহিকের গান করেছিলাম। আট বছর পর করলাম এই ধারাবাহিকের সূচনা সংগীত। গানের কথা ও সুর বেশ ভালো হয়েছে। আশা করছি রমিজের আয়নার মতো এই গানটিও দর্শকরা পছন্দ করবেন। পরিচালক জানান, ৩ ফেব্রুয়ারি উত্তরায় ধারাবাহিকটির শ্যুটিং শুরু হবে। অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, ‘প্রজাপতি’ ছবিতে জাহিদ আকবরের কথায় দুইটি গানের সংগীত পরিচালনা করেছিলেন হাবিব ওয়াহিদ। এর মধ্যে শিল্পীর কণ্ঠে গাওয়া ‘ডুব’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে। এ ছাড়া একই ছবিতে ‘দুই দিকে বসবাস’ গানটির জন্যে জাতীয় পুরস্কার লাভ করেন ন্যান্সি।

Comments
Loading...