নাটকে সাত রকম অদ্ভুত চরিত্রে মোশাররফ
বিনোদন ডেস্ক:
এবার টাক মাথার মোশাররফ করিমকে দেখা যাবে আসছে ঈদের একটি নাটকে। নাটকটির নাম ‘সাধারণ জ্ঞান’। পলাশ মাহবুবের রচনায় নাটকটি নির্মাণ করেছেন হাসান মোরশেদ। শুধু টাক মাথা নয়, এ নাটকে সাত রকম গেট আপে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় এ অভিনেতা। মোশাররফ করিম বলেন, ‘একটি একক নাটকের ৭টি চরিত্রে একজন অভিনেতার অভিনয় আগে কখনো ঘটেছে কিনা আমার জানা নেই। নাটকটির গল্প খুব শক্তিশালী। সবার ভালো লাগবে।’ নাট্যকার পলাশ মাহবুব বলেন, ‘ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করার চেষ্টা করি আমরা। ‘সাধারন জ্ঞান’ নাটকটির গল্পেও দর্শক নতুনত্ব পাবেন।’ এতে আরও অভিনয় করছেন শায়না আমিন। নাটকটি আসছে ঈদের ৪র্থ দিন রাত ৯টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।