নান্দাইলে ঈদুল আজহা ও পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল আজহা ও হিন্দু সস্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী দূর্গাপূজা উপলক্ষে রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, নান্দাইল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. শ্যামল কুমার গাঙ্গুলী, নান্দাইল থানা পূজা মন্দিরের সভাপতি অধ্যাপক বাদল দত্ত, নান্দাইল মডেল থানার সেকেন্ড অফিসার এস আই সোহরাওয়ার্দী, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র বণিক, সহ বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি-সম্পাদক ও ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ ও দূর্গাপূজা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে উপজেলা পরিষদে একটি কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত হয়।