Connecting You with the Truth

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আবারো আতঙ্ক

dead-body_103325

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলাল মিয়া (৪০) বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের মহিদুর মিয়ার ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী। আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, গতকাল সকালে দড়ি বিশনন্দী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে আলাল নিখোঁজ হন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে নিজ বাড়ির সামনে তার লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments
Loading...