Connect with us

জাতীয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

Published

on

Hang Manনারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রফিক ভূঁইয়া নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে ছয় আসামির মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুন উর রশিদ গতকাল আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নাজমুল, স্বপন, মামুন, সাজ্জাদ আলম ডলার, আমিনুল ইসলাম ওরফে আশিক ওরপে বাবু ও জাকির হোসেন। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় সাদিয়া আক্তার নামের আরেক আসামিকে। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিম জানান, জরিমানার টাকা আদায় করে নিহতের পরিবারকে দেয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় নাজমুল, মামুন ও সাজ্জাদ আলম আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক। মামলার বিবরণে বলা হয়, ২০০৯ সালের ৩ জুন রফিক ভূঁইয়াকে সিদ্ধিরগঞ্জে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরদিন মিজমিজি এলাকায় একটি বিলের মধ্যে তার গলাকাটা ও হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। রফিকের ভাই রতন ভূঁইয়া এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *