Connecting You with the Truth

নারিন্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

স্টাফ রিপোর্টার:
রাজধানীর নারিন্দায় টুম্পা রানী (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বামীর রাজন দাস। বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। তবে নারিন্দার ৭১/১ শাহ সাহেব লেনে ভাড়া বাড়িতে বসবাস করতেন এই দম্পতি। রাজন দাস জানান, চার মাস আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির জেরে অভিমান করে গতকাল ভোর ৫টার দিকে গলায় ফাঁস দেয় তার স্ত্রী। এ অবস্থায় প্রথমে তাকে সালাহউদ্দিন হাসপাতালে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সাড়ে সাতটার দিকে টুম্পা রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সংবাদ পেয়ে মৃত নারীর ভাই সুমন চন্দ্র পাল ঢামেকে উপস্থিত হন। তিনি দাবি করেন তার বোনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরে তার অভিযোগের ভিত্তিতে ক্যাম্প পুলিশ ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক স্বামী রাজন দাসকে আটক করে।

Comments
Loading...