নাসিরনগর থেকে ৩ সিএনজি চোর গ্রেপ্তার
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ৩ সিএনজি চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে নাসিরনগর থানা পুলিশ। আটকৃতরা হলো- মো. ছাদেক মিয়া, মোঃ আনিছ মিয়া ও মো. আমিন মিয়া। এ বিষয়ে সিএনজির মালিক সরাইল থানার বিশ্বনাথ পাল বাদী হয়ে একটি মামলা রুজু করেছে। মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরাইল থানার বিশ্বনাথ পালের অয়ন নামের একটি সিএনজি নাসিরনগর থানার আশুরাইল গ্রামের মো. মজনু মিয়া ভাড়ায় চালাতো। মজনু প্রতিদিনের মতো সিএনজিটি চালিয়ে রাতে সাবেক চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরীর বাড়িতে রেখে যায়। বুধবার গভীর রাতে গ্রামের মৃত মো. তাদির মিয়ার ছেলে মো. ছাদেক মিয়া (২৮), মো. মোছন মিয়ার ছেলে মো. আনিছ মিয়া (২২), মো. নূর রহমানের ছেলে মো. আমিন মিয়া (২০) মিলে সিএনজিটি রাতে চুরি করে সিলেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ভোরে হবিগঞ্জের মিরপুরে জনতার হাতে ধরা পড়ে। জনতা তাদের গণধোলাই দিয়ে মিরপুর থানায় সোপর্দ করলে মালিকসহ নাসিরনগর থানার পুলিশ সেখানে থেকে তাদের নাসিরনগরে নিয়ে আসে। পরে সিএনজি মালিক বিশ্বনাথ পাল বাদী হয়ে তাদের নামে নাসিরনগর থানায় মামলা রুজু করে। মামলা নং-৫, তারিখ ৩/৯/২০১৪।