আন্তর্জাতিক
নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করল ভারত
বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ডুবোজাহাজ (নিউক্লিয়ার সাবমেরিন) তৈরি করেছে বিশ্বের উদীয়মান পরাশক্তি ভারত। আইএনএস আরিহান্ত নামে এ ডুবোজাহাজ দেশটির অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে নির্মাণ করা হয়। এরই মধ্যে পরীক্ষামূলক মহড়াও চালিয়েছে এটি।
এর আগে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন ও যুক্তরাজ্যের কাছেই এ ধরনের পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন ছিল। এবার এ তালিকায় যুক্ত হলো ভারতের নামও।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সমুদ্রের গভীর থেকে মিসাইল ছুড়তে পারা এ সাবমেরিনটি ৬ হাজার টনের।
ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এ সাবমেরিন ৮৫ মেগাওয়াটের নিউক্লিয়ার রিঅ্যাক্টর বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রকে বলা হয় কে-৪, যা ৩ হাজার ৫০০ কিলোমিটার গতিবেগে কাজ করে। এছাড়া কে-১৫ ৭০০ কিলোমিটার গতিবেগের ক্ষমতা রাখে এটি।
আরিহান্তের মূল আকর্ষণ এর পরমাণু রিঅ্যাক্টর ক্ষমতা। ভারতের নিজস্ব ডিজাইনে তৈরি এ সাবমেরিন ৮৩ এমডব্লিউ রিঅ্যাক্টর চাপে কাজ করতে পারে।
পরীক্ষামূলকভাবে আরিহান্ত থেকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তবে আরিহান্ত শুধু যুদ্ধের অস্ত্র হিসেবেই ব্যবহৃত হবে।
সাবমেরিনটি যখন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ঘোষণা করা হবে তখন, বিশ্বের অন্য পাঁচটি দেশের সঙ্গে ভারতও পারমাণবিক ডুবোজাহাজের নকশা, প্রকৌশল ও পরিচালন পদ্ধতির অংশীদার হবে।
পারমাণবিক এ ডুবোজাহাজ বা সাবমেরিনটি নিঃসন্দেহে একটি গুপ্ত অস্ত্র। মাসের পর মাস পানির নিচে থাকার জন্য উচ্চ গতিসম্পন্ন এ সাবমেরিনের পরমাণু শক্তির প্রয়োজন।
ভারতের মতো একটি দেশে পারমাণবিক শক্তি অনুমোদিতও হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।
ভারতের আইএনএস চাকরা নামে আরও একটি পারমাণবিক সাবমেরিন রয়েছে, যা রাশিয়ার আকুলা-২ দ্বারা আক্রান্ত হয়েছিল।
চাকরা পরমাণু সমৃদ্ধ অস্ত্র নয়, কিন্তু এই পারমাণবিক সম্পদ রক্ষা করার জন্য আরিহান্তের পরীক্ষা চালানো হতে পারে।
অন্য অস্ত্র-শস্ত্রের কৌশলগত পদ্ধতির মতো আইএনএস আরিহান্তের উন্নতির জন্য নানা উদ্যোগ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।
Highlights
মিথ্যা মামলায় গ্রেফতারের একদিন পরই অব্যহতি পেল হিজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্যরা
Highlights
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৮
Highlights
মার্কিন ড্রোন ভূপাতিত করে পুরস্কার পেলেন রাশিয়ান পাইলটরা
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস