নিউ হ্যাভেনের শিরোপা জয় কেভিতোভার
স্পোর্টস ডেস্ক:
ইউএস ওপেনের প্রস্তুতিটা ভালোই হলো পেত্রা কেভিতোভার। শনিবার নিউ হ্যাভেনের ফাইনালে ম্যাংডালেনা রাইবেরিকোভাকে ৬-৪, ৬-২ সেটে পরাস্ত করেন চেক ললনা। আর তাতে নিউ হ্যাভেনের শিরোপা উঠে কেভিতোভার শোকেসে। এটি তার টেনিস ক্যারিয়ারের ১৩তম শিরোপা। ২০১২ সালে নিউ হ্যাভেনে ট্রফি জেতার পর আবারো খেতাবটি নিজের দখলে নিয়েছেন কেভিতোভা। গত বছর সিমোনা হ্যালেপের কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন কেভিতোভা। এ বছর অবশ্য খেতাব নিজের দখলে নিতে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। জিতেছেন সরাসরি সেটে।