Connecting You with the Truth

নিজেকে নতুন করে গড়তে সোহাগ গাজী

s-1
স্পোর্টস ডেস্ক:
মাশরাফি বিন মর্তুজার সঙ্গে দেশে ফিরেছেন আবদুর রাজ্জাক, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন ও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাওয়ার অপেক্ষায় থাকা সোহাগ গাজী। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজী। তবে গাজীর দাবী, বোলিং অ্যাকশনে কোনো ত্র“টি নেই তার। সব সংশয় কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের আগেই মাঠে ফিরে আসতে চান তিনি। ঘরোয়া ক্রিকেটেও তার বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা অভিযোগ ছিল। তবে, সোহাগ বলছেন নিয়ম মেনেই বোলিং করেন তিনি। এ প্রসঙ্গে গাজী বলেন, ‘অবশ্যই আমি খুব দ্রুত ফিরে আসতে চাই। সামনে অনেক গুলো ম্যাচ এবং সিরিজ রয়েছে। আমি খুশি যে বোলিং টেস্ট খুব দ্রুত হবে। সামনে জিম্বাবুয়ে সিরিজ, এরপর রয়েছে বিশ্বকাপ। আমি আগের কথা ভুলে যেতে চাই। নিজেকে নতুন করে ফিরিয়ে আনতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমি গত ১৪ বছর থেকে ক্রিকেট খেলে আসছি। এ পর্যায়ে আসতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আমার বিশ্বাস নেগেটিভ কিছুই ঘটবে না। আমি এ জন্য কোনো চাপ অনুভব করছি না।’ এর আগে নাঈমুর রহমান, মোহাম্মদ আশরাফুল ও ২০০৮ সালে আবদুর রাজ্জাক অভিযুক্ত হয়েছিলেন। অ্যাকশন শুধরে আবারো মাঠের ক্রিকেটে ফেরেন তারা। সোহাগও আতœবিশ্বাসী, ল্যাব টেস্টে উতরে যাবেন তিনি। ১৯ সেপ্টেম্বর কার্ডিফে হবে ল্যাব টেস্ট, তার আগে ১৭ সেপ্টেম্বর দেশ ছাড়বেন সোহাগ। বাংলাদেশের হয়ে সোহাগ গাজী খেলেছেন দশটি টেস্ট, ১৯টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক ঘটে ২০১২ সালে। দুই বছর আগে বাংলাদেশ ‘এ’ টিমের হয়ে তিনি ব্যাঙ্গালোরে খেলতে গিয়েছিলেন। সেখানেও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়ার।

Comments
Loading...