বিবিধ
নিজের ফোন থেকেই ডিলিট করুন অন্যের ফোনের মেসেজ
রকমারি ডেস্ক:
খুব রোমান্টিক একটা মেসেজ দিলেন প্রেমিকাকে। কিন্তু ভুল করে চলে গেল মায়ের বা বাবার ফোনে। এখন কী করবেন? শুধু মেসেজ কেন, ছবি বা ভিডিও পাঠাতে গিয়েও এমন ভুল হতেই পারে। এখন উপায় কী? এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। তাই অনুভূতিটা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে এখন এ নিয়ে আর চিন্তার কারণ নেই। একটি অ্যাপ এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে পারে। এটি স্মার্টফোনে ইনস্টল করা থাকলে অন্যের ফোনও নিয়ন্ত্রণ করা যাবে। নিজের ফোন থেকে পাঠানো মেসেজ, ছবি, অডিও বা ভিডিও ইচ্ছে মতো মুছে দিতে পারবেন। স্ট্রিংস নামে এই অ্যাপের সাহায্যে যাকে মেসেজ, ফটো বা ভিডিও পাঠিয়েছেন, তার মোবাইল থেকে সে সবই ডিলিট করে দিতে পারবেন। এমনকি সে যদি মেসেজ পড়ে ফেলে, ফটো বা ভিডিও ডাউনলোড করে তারপরও ডিলিট করা যাবে। শুধু তাই নয় স্ট্রিংসের সাহায্যে দু’জন ইউজারের মধ্যে শেয়ার করা হয়েছে এমন সমস্ত ডেটা নিয়ন্ত্রণে রাখা যাবে। আবার এই অ্যাপ থাকলে এক জনের অনুমতি ছাড়া, অন্য জন কোনও ছবি বা ভিডিও নিজের মোবাইলে সেভ করতে পারবেন না। যদিও কয়েক জন স্মার্ট ইউজার ছবির স্ক্রিন শট নিয়ে তা সেভ করতে পারবেন। তবে তিন বার স্ক্রিন শট নেয়ার পর স্ট্রিংস এমন ইউজারদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। অ্যাপটির আরো মজার ব্যাপার হলো- কোনো কনটেন্ট ইউজারের ফোন থেকে ডিলিট হওয়ার পর তা স্ট্রিংসের সার্ভার থেকেও ডিলিট হয়ে যায়। আপাতত এই অ্যাপ আইফোন বা রঙঝ ডিভাইসের জন্য এবং বিনামূল্যে পাওয়া যাচ্ছে। অ্যাপটি ব্যবহার করতে হলে অবশ্যই তা ওই দু’জন ব্যবহারকারীর মোবাইলে থাকতে হবে। রঞটঘঊঝ-এ স্ট্রিংস অ্যাপ স¤পর্কে দেওয়া তথ্যে জানানো হয়েছে, কোনো ব্যবহারকারী যদি স্ট্রিংসে নিজের অ্যাকাউন্ট ডিলিট করেন, তাহলে তার সমস্ত ডেটাও সেখান থেকে ডিলিট হয়ে যাবে।
বিবিধ
চিফ হিট অফিসার এর দায়িত্ব কি?
বিবিধ
সিদ্দিক বাজার বিস্ফোরণ ২০২৩
বিজ্ঞান ও প্রযুক্তি
ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে যেভাবে সতর্ক থাকবেন
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস