Connecting You with the Truth

নিভৃতে যতনে আদ্যাক্ষর ‘না’

b-1a
বিনোদন ডেস্ক:
অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনে পরিচালক হিসেবে কাজ করাটা উপভোগ করছেন নাজনীন হাসান চুমকী। আগামী ঈদেও থাকছে নির্মাতা চুমকীর নাটক। নাম ‘নিভৃতে যতনে’। এটি লিখেছেনও তিনি। এতে অভিনয় করছেন নাদিয়া ও নাঈম। দু’জনেরই নামের আদ্যাক্ষর ‘না’। এ ছাড়াও আছেন রাইসুল ইসলাম আসাদ ও চিত্রলেখা গুহ। রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ চলছে। নাদিয়া বললেন, ‘আমার আর নাঈমের নামের অদ্যাক্ষর নিয়ে কাজের ফাঁকে বেশ মজা হচ্ছে।’ নাটকটি প্রসঙ্গে নাঈম বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম অমিয়। ঢাকায় পৈতৃক বাড়ি পাওয়া একমাত্র ছেলে সে। প্রতি মাসে বাসা ভাড়া উঠিয়ে আয়েশি জীবন কাটায় ছেলেটি। পাশের বাড়ির তৃণার সঙ্গে অনেকটা নাটকীয়ভাবে বিয়ে হয় তার। বর হওয়ার কথা থাকে আরেকজনের। কিন্তু হয়ে যায় অমিয়। এবারই প্রথম নাদিয়া ও চুমকী আপার সঙ্গে কাজ করছি।’

Comments
Loading...