নির্বিঘ্নে শারদীয় দূর্গা পূজা উদযাপন করতে রংপুরে ডিআইজির বিশেষ সভা
রংপুরে ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ সভায় উপস্থিত আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
রংপুর ব্যুরো: আসন্ন শারদীয় দূর্গাপূজা/২০১৬ নির্বিঘ্নে ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় ডিআইজি রংপুর রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন দূর্গাপূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে জেলা পুলিশের পাশাপাশি র্যাব, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশসহ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সদস্যদের সমন্বয়ে টহল ব্যবস্থা জোরদার, ৫,১২০টি পূজামন্ডপে জঙ্গি হামলা, ছিনতাই, ইভটিজিং রোধকরণসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের নিমিত্তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদেরকেও সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সকাল সাড়ে ১১ টায় রংপুর রেঞ্জের গত আগস্ট মাসের ‘মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় অত্র রেঞ্জের গত আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
এছাড়াও উক্ত সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে আগস্ট মাসে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মহোদয় ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সহকারি পুলিশ সুপার লালমনিরহাট জেলার এএসপি, সদর সার্কেল মো. শহীদ সোহরাওয়ার্দী, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরর কুড়িগ্রামের উলিপুর থানার এসআই এমএটিএম জুলফিকার হায়দার, শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার পঞ্চগড় সদর থানার এসআই মো. শাহিনুজ্জামান, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালানকৃত মালামাল উদ্ধারকারী কর্মকতা গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সোহেল রানা, শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার এএসআই মাহমুদার রহমান এবং শ্রেষ্ঠ সহকারি সাব-ইন্সপেক্টর লালমনিরহাট সদর থানার এএসআই মো. আমিনুল ইসলাম নির্বাচিত হন। এছাড়াও লালমনিরহাট জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র লাভ করেন।
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) বশির আহম্মদ পিপিএম(বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভাদ্বয়ে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান), সিআইডি’র এসএস শাহ্ আবু সালেহ্ মো. গোলাম মাহমুদ, রাব-১৩ রংপুরের পরিচালক কমান্ডার এটিএম আতিকুল্যাহ(এল) বিএন, বগুড়ার হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদার, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বিপিএম (সেবা), পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম, রংপুর এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, আরআরএফ রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানসহ রংপুর রেঞ্জের সকল জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকবৃন্দ।