Connecting You with the Truth

নিশিকোরিকে হারিয়ে সিলিকের প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ উপভোগ

s-5
স্পোর্টস ডেস্ক:
২০১৪ সালের ইউএস ওপেনের গ্র্যান্ড স্লাম জয়ী হলেন ক্রোয়েশিয়ার মারিন সিলিক। ফাইনালে জাপানের কি নিশিকোরিকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ পেলেন র‌্যাকিংয়ে ১৪তম স্থানে থাকা এ টেনিস তারকা। সোমবার ফাইনালে নিশিকোরিকে ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে হারান সিলিক। প্রায় দুই ঘণ্টাব্যাপী তাদের মধ্যে এ লড়াই চলে। ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় সিলিক বলেন, কঠোর পরিশ্রম, বিশেষ করে গত বছরের পরিশ্রমের ফল এটি। এখানে আমি খেলাটা উপভোগ করেছি এবং আমার সেরাটা খেলার চেষ্টা করেছি। এর আগে গত শনিবার প্রথম সেমিফাইনালে এক নম্বর তারকা নোভাক জকোভিচকে হারিয়ে ইউএস ওপেন ইতিহাসে পুরুষ এককে প্রথমবারের মতো ফাইনালে স্থান করে নেন দশ নম্বরে থাকা জাপানি কি নিশিকোরি। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে ১৭ বার গ্র্যান্ড স্লাম জয়ী সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন ক্রেয়েশিয়ার মারিন সিলিক। ২০০৫ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরার, নাদাল বা জকোভিচের মতো কোনো তারকা ছাড়াই অনুষ্ঠিত হলো গ্র্যান্ড স্লামের ফাইনাল।


Comments
Loading...