Connecting You with the Truth

নিহতদের দেহাবশেষ রেখে দিয়ে তৈরি ৯/১১ স্মৃতিস্তম্ভ

Memorial_jm__141287008বৃহস্পতিবার হৃদয়বিদারক ৯/১১  হামলার ১৩ বছর পূর্ণ হলো। ২০০১ থেকে ২০১৪, শুধু সংখ্যার অদল-বদল নয়, এর মধ্যে বদলে গেছে অনেক কিছুই। 

প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মিউজিয়াম’। নিহতদের কাল্পনিক ভাস্কর্যসহ হামলার বিভিন্ন গ্রাফিক ছবি থাকছে সেখানে। এছাড়াও, শনাক্ত করা যায়নি এমন নিহতদের দেহাবশেষ রেখে দিয়ে তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ। প্রথমবারের মতো সেখানে স্মরণানুষ্ঠান করা হবে। 

আরও থাকছে ব্যতিক্রমী এক আয়োজন। সাবেক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান উচ্চতার আলোকসজ্জা দিয়ে নিহতদের স্মরণ করা হবে। আলোকসজ্জার মাধ্যমে এই অভিনব স্মরণ, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত। 

পাশাপাশি এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্মরণ করেন তাদের আত্মীয়-স্বজন, সাধারণ মানুষসহ দেশের রাজনীতিবিদরা। 

এদিকে নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাজ প্রায় শেষের দিকে। সঙ্গী ভবনটির অবস্থাও তাই। ঠিক আগের জায়গাতেই দীর্ঘদিন ধরে কাজ চলছিল নতুন টুইন টাওয়ারের। 

Comments
Loading...