Connecting You with the Truth

নিয়ামতপুরে হরতাল পালনকালে ২৫টি মোটরসাইকেল আটক

নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অতিবাহিত হয়েছে। হরতালের প্রথম দিন কোন দোকানপাট, খোলে নি। অফিস খোলা থাকলেও তেমন কোন উপস্থিতি ছিল না। শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। পুলিশ হরতাল চলাকালে তরফদার ফিলিং স্টেশনে রাখা ২৫টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোটরসাইকেলের নিরাপত্তা ও মালিক কাছে না থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কাগজপত্র যাচাই করে মালিকদের ফেরত দেওয়া হবে। অন্যথায় গাড়ির মামলা দিয়ে ছাড়া হবে।

Leave A Reply

Your email address will not be published.