নীলফামারীতে অগ্নিকান্ডে ১২০ঘর পুড়ে ছাই
নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বানিয়াপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই গ্রামের ৫০টি পরিবারের কমপক্ষে ১২০টি ঘর পুড়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ৯টায় এ খবর লেখা পর্যন্ত নীলফামারী, দেবীগঞ্জ ও ডোমার দমকল বিভাগের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলো।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানান, গ্রামের নরেশ চন্দ্র রায়ের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহুর্তেই আগুন গোটা গ্রামকে গ্রাস করে ফেলে। আগুনে ৫০টি পরিবারের সব কিছু আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে দেড় শতাধিক ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, একটি মোটরসাইকেলসহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।