Connecting You with the Truth

নূপুর পরা নন্দিনী আপ দিল কি আনজুমান মে

বিনোদন ডেস্ক:
জলসাঘরে দামি আসন পাতা। তাতে আধশোয়া হয়ে আছেন হিমেন্দ্র শেখর। পাশে শরাবের পেয়ালা। একটু একটু করে চুমুক দিচ্ছেন। তার নেশাভরা চোখ
তাকিয়ে আছে সামনে। গান বেজে চলেছে, ‘আপ দিল কি আনজুমান মে’ এবং ‘আমি জলসাঘরের নূপুর পরা নন্দিনী’। হিমেন্দ্র শেখরের সামনে প্রশস্ত জায়গাটায় গানের তালে তালে নাচছেন কিরণবালা। উত্তরার স্বপ্নীল-২ বাড়িতে এভাবেই পাওয়া গেলো শহীদুজ্জামান সেলিম ও সাদিয়া ইসলাম মৌকে। ‘কিরণবালা’ টেলিছবির কাজ চলছে। সেলিমকে হিমেন্দ্র শেখর আর মৌকে দেখা যাবে কিরণবালার ভূমিকায়। গল্পে হিমেন্দ্র দেশ সেরা সংগীত পরিচালক। কিরণবালা তার রক্ষিতা। এককালে নাচ দিয়ে কিছু একটা করার স্বপ্ন দেখে বারবার ব্যর্থ হয়েছে এই মেয়েটি। কিরণবালার জীবনেও প্রেম আসে এক সময়। হিমেন্দ্রর শিষ্য অনির প্রেম ঘিরে ধরে তাকে। অনি চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম। ‘কিরণবালা’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। এতে আরও অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবস্তী কর, প্রাণ রায়, দুখু সুমন, সাবেরী আলম প্রমুখ। গত ১০ সেপ্টেম্বর থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। আগামী কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘কিরণবালা’ টেলিছবিটি।


Comments
Loading...